সৈয়দ আবুল আ'লা মওদুদী (১৯০৩-১৯৭৯) ছিলেন একজন প্রভাবশালী ইসলামী চিন্তাবিদ, দার্শনিক এবং রাজনীতিবিদ। তিনি ইসলামী পুনর্জাগরণের অন্যতম প্রধান প্রবক্তা ছিলেন এবং জামায়াত-ই-ইসলামীর প্রতিষ্ঠাতা। তাঁকে আধুনিক ইসলামপন্থার জনক হিসেবেও আখ্যায়িত করা হয়। মওদুদীর লেখনী ও ভাষণ আধুনিক ইসলামী চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছে, বিশেষ করে রাষ্ট্র ও সমাজে ইসলামের ভূমিকা নিয়ে তাঁর ধারণাগুলি। তাঁর "তাফহীমুল কুরআন" সহ বহু গ্রন্থ ও প্রবন্ধ আজও বিশ্বব্যাপী পঠিত ও আলোচিত হয়।
"আমি বসে পড়লে দাঁড়িয়ে থাকবে কে?"